নতুন প্রজন্মের কল্যাণে বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রায় এক দশক ধরে কাজ করে আসছে। সাংবাদিকতার মাধ্যমকে ভিত্তি করে মনন গঠনে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং প্রিজম ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে দু’টি সাইট পরিচালনা করে আসছে।
আঠারো বছরের কম বয়সীদের জন্য উন্মুক্ত এসব সাইটে প্রতি বছর নতুন নতুন শিশুরা যুক্ত হয়ে থাকে। হ্যালোতে তারা খবর, নিবন্ধ, মতামত লিখে থাকে। প্রিজমে ভিডিও-ভিত্তিক সংবাদসহ বিষয় ভিত্তিক ভিডিও কন্টেন্ট পাঠিয়ে থাকে।
বিশ্বের প্রথম শিশু সাংবাদিকতার সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বিশ্বের প্রথম ভিডিও কন্টেন্ট ভিত্তিক শিশুদের সাইট প্রিজম ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশ-বিদেশের অসংখ্য শিশু-কিশোরের লেখা, ছবি, ভিডিও, চিত্রাঙ্কন নিয়মিত প্রকাশ করছে।
লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা হিসেবে সাংবাদিকতায় যুক্ত হতে আগ্রহী শিশু-কিশোরদের নতুন করে আহ্বান করা হচ্ছে। লেখালেখিতে আগ্রহী শিশুদের hello.bdnews24.com এবং ভিডিও-ভিত্তিক সাংবাদিকতায় আগ্রহীরা prism.bdnews24.com -এ আবেদন পাঠাতে আহ্বান করা হচ্ছে।
আবেদনে নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগের মোবাইল নম্বর লিখতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি: আপডেট, বাংলাদেশ সময় ৯ি:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ