Home / চাঁদপুর / ‘শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে পরিবেশ তৈরি করতে হবে’
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে পরিবেশ তৈরি করতে হবে

‘শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে পরিবেশ তৈরি করতে হবে’

‘শিশু-কিশোরদের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে করণীয়’ সংক্রান্ত সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল

‘শিশু-কিশোরদের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে করণীয়’ সংক্রান্ত মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।

মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে আমাদের পরিবেশ তৈর করে দিতে হবে, সাপোর্ট দিতে হবে, তাহলেই সে ভবিষতে পরিপূর্র্ণ হবে।

তিনি বলেন, শিশু-কিশোরদের কর্মমুখী শিক্ষার দিকে জোর দিতে হবে। কারণ এখানে অনেক শূন্যতা রয়েছে। শুধুমাত্র গতানুগতিক শিক্ষা অর্জন করে ভালো কিছু হবে না। এ দেশে শিশুদের নিয়ে অনেক গবেষণা হয়েছে। শিশুদের জন্যে শিশু দিবস, শিশু আইন, গর্ভবতী মায়েদের জন্যে ভাতা চালু আছে, তারপরও শিশু-কিশোরদের বিকাশে কিছু সুনিদিষ্ট প্রস্তাব সুপারিশ আকারে সরকারের কাছে পাঠাবো।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহেদুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সামছুজ্জআমান, চাঁদপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর আত্মনিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডা. এমএম মুস্তাফিজুর রহমান, চাঁদপুর এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো. রেজাকুল হায়দার খোকন, চাঁদপুর সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মো. শাহেদ রিয়াজ, সাংস্কৃতিক কর্মী পিএম বিল্লালসহ ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ১০:২৮ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর