হাইমচর

মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চাঁদপুর হাইমচর উপজেলা জনতা বাজারের শিশু শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুপুর ২টায় সম্পন্ন হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন হাইমচর মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা।

দুপুর ২টায় ক্রিড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াছ হোসেন। বিশেষ অতিথি বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েসনের শিক্ষা সচিব ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আলহাজ্ব জয়দল হোসেন আখন, উদয়ন শিশু নিকেতনের অধ্যক্ষ মো. কামাল উদ্দিন সেলিম, মা কচি-কাচা কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা নাজমুল হোসেন, মডার্ন শিশু একাডেমির সভাপতি মো. মজিবুল হক গাজি, সদস্য দিলরুবা আক্তার, কুরছিয়া বেগম, কবির আহমেদ।

ক্রীড়া প্রতিযোগীতায় চকলেট দৌড়, মোরগের লড়াই, চেয়ার দখল, মারবেল কুড়ানো ও দড়ি লাফসহ আকর্শনীয় ইভেন্ট বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকদের আনন্দ দিয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও এলাকাবসীকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. ফজলুর রহমান পাটওয়ারী।

প্রতিবেদক-বিএম ইসমাইল
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ৩৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ

Share