বর্তমানে দেশে শিশুশ্রমিকের সংখ্যা কত তা সরকার জানে না। বেসরকারি কোনো প্রতিষ্ঠানেরও এ বিষয়ে জানা নেই। ২০০৩ সালের সর্বশেষ জাতীয় শিশুশ্রম জরিপের তথ্য দিয়েই বিভিন্ন কার্যক্রম চলছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় শিশুশ্রম নিয়ে আরেকটি জাতীয় সমীক্ষা করছে। আগামি বছর এ সমীক্ষার ফলাফল প্রকাশ পেলে শিশুশ্রমিকের সঠিক সংখ্যা জানা যাবে।
২০০৩ সালের জরিপের তথ্য অনুযায়ী, দেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ১৩ লাখ শিশুই ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিল। দেশে পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।
এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছ্লে,‘গৃহকর্মে শিশুশ্রমকে না বলুন।’
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ২০১৬ সালের মধ্যে দেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের ব্যাপারে সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মজিবুর রহমান। সংবাদ সম্মেলন আয়োজনে সহায়তা করে মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, আইএলও এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন,গত পাঁচ বছরে ফাউন্ডেশনের সহায়তায় সারা দেশে ১২টি বেসরকারি সংগঠন ৫০ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে এনে পুনর্বাসন করেছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ইমরানুল হক চৌধুরী, আইএলও বাংলাদেশের উপপরিচালক গগন রাজভান্ডারী এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের পরিচালক (শিশু সুরক্ষা) নাওমি কানানগারা।
বার্তা কক্ষ, ১১ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur