চাঁদপুরের হাজীগঞ্জে নানার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। ২২ আগস্ট রোববার সকালে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মোল্লা বাড়িকে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
জানা যায়, নানার বাড়িতে বেড়াতে এসে নিহত শিশু আনাছ (৬) এর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামে। তার বাবা বিল্লাল হোসেন সৌদি প্রবাসী।
মোল্লা বাড়ির সুমন মোল্লা ও শিশুর মা সাথী বেগম চাঁদপুর টাইমসকে জানান, সকালে বাসার পাশে খেলতে গিয়ে বিদ্যুৎতের আর্থিং তারের সাথে তার দেহ জড়িয়ে থাকতে দেখা যায়। আমরা দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হোলে কর্তব্যরত চিকিৎসক আনাছকে মৃত ঘোষণা করে।
স্থানীয় কাউন্সিলর মো. শাহআলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান। ঘটনাস্থলে এসে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২২ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur