শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নিজমেহার গ্রামে পানিতে ডুবে ২ বছর বয়সী মোঃ শাকিবুল হাসান তুষার নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মোঃ বাবুল হোসেন পাটওয়ারীর পুত্র শিশু মোঃ শাকিবুল হাসান তুষার বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলার ছলে সকলের অজান্তে পুকুরে পড়ে যায়।
বিভিন্নস্থানে খুঁজার একপর্যায়ে শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।
ওই সময় তারা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ওই দিন দুপুর ২ টায় নিহত শাকিবুল হাসান তুষারের জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক- মোঃ মাহবুব আলম
: আপডেট, বাংলাদেশ সময় ০২: ০০ এএম, ২৭ জানুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ