Home / সারাদেশ / শিশুদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে চিত্রাংকন প্রতিযোগিতা
শিশুদের

শিশুদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে চিত্রাংকন প্রতিযোগিতা

কোভিড-১৯ এর কারণে দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান। এর ফলে গৃহাবদ্ধ হয়ে অনেকটাই ঝিমিয়ে পড়েছে অধিকাংশ শিশু শিক্ষার্থী। এসব ঝিমিয়েপড়া শিশু শিক্ষার্থীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিশ্বখ্যাত রং উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাবার ক্যাস্টেল। প্রতিষ্ঠানটি কুমিল্লার বিভিন্ন স্কুলে আয়োজন করছে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।

এরই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার কুমিল্লা শহরের সেন্ট মাইকেলস্ মাল্টিপারপাস প্রাথমিক বালক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

বৃহষ্পতিবার অনুষ্ঠিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় স্কুলে অধ্যায়ন রত নার্সারী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২ শ’রও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসব ক্ষুদে চিত্রশিল্পীরা ক-খ-গ-ঘ এবং ঙ এই পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তারা যথাক্রমে মনের মতো আঁকা, শীতকালীণ সব্জী, ফলমূল, রূপসী বাংলা, আমাদের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ছবি এই কয়টি বিষয়ে উপর ছবি আঁকে।

প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট। শুধু শিক্ষার্থী নয়, পাশাপাশি শিক্ষকদের জন্যেও পুরষ্কারের ব্যবস্থা রাখে প্রতিষ্ঠানটি। আর তাই, চিত্রাঙ্ক প্রতিযোগিতা শেষে দ্বিতীয় পর্বে স্কুলের শিক্ষকদের নিয়ে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষকদের মাঝে পুরষ্কার বিতরণ করনে স্কুলের প্রধান শিক্ষক ফাদার তপন ব্লেইস রোজারিও। এসময় উপস্থিত ছিলেন চিত্রাংকণ প্রতিযোগিতার বিচারক শিল্পী গোলাম মোস্তফা, ফাবার ক্যাস্টেল এর প্রোডাক্ট পমোশন এক্সিকিউটিভ তানজিলা খান এবং ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফাদার তপন ব্লেইস রোজারিও, শিল্পী গোলাম মোস্তফা, স্কুলের সহকারী শিক্ষক মিকি যোসেফ হালদার, লিনা মারিয়া হালদার (লিন্ডা), হ্যাপি রানী চন্দ, পাপড়ী গমেজ এবং পিংকী সরকার।
তারা বলেন, এধরণের আয়োজনের ফলে শিক্ষার্থদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরীতে সহায়ক হবে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৮ নভেম্বর ২০২১