Home / সারাদেশ / শিশুদের লিখতে পোস্টার দিলেন ইশরাক
শিশুদের

শিশুদের লিখতে পোস্টার দিলেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন নির্বাচনে অব্যবহৃত পোস্টারগুলো বিদ্যানন্দ ফাউন্ডেশনকে দিয়েছেন। সংগঠনটি পোস্টারগুলো এতিমদের পড়াশোনার কাজে ব্যয় করবে।

মঙ্গলবার ইশরাক তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এই তথ্য জানান। ইশরাক বলেন, অব্যবহৃত সমস্ত পোস্টার বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করলাম। তারা কাগজ দিয়ে দরিদ্র ও পথশিশুদের জন্য বই তৈরি করবে।

শনিবার অনুষ্ঠিত হয় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনী পোস্টার নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। ভোটে জেতার পরই পোস্টার অপসারণে নামেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আর ইশরাক হোসেন সবাইকে নিজ দায়িত্বে পোস্টার খুলে ফেলার জন্য বলেছেন।

এরই মধ্যে নির্বাচনে ব্যবহৃত অকেজো পোস্টারগুলো সংগ্রহ শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এতিমদের লেখাপড়ার কাজে লাগানোর উদ্দেশ্যে পোস্টারগুলো তারা সংগ্রহে নেমেছে। তাদের এই উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে।

বার্তা কক্ষ,৫ ফেব্রুয়ারি ২০২০