চাঁদপুর

শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : ওচমান গনি পাটওয়ারী

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর রেডক্রিসেন্টের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেছেন,‘শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : ওচমান গনি পাটওয়ারীও সাহিত্য-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত রাখতে হবে। তবেই তারা মেধা ও মননে ভবিষ্যতের যোগ্য নাগরিক হতে পারবে। মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবে।’

শুক্রবার (৫ মে) বিকেলে জেলা শিশু একাডেমিতে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিট এ প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর রেডক্রিসেন্টের ইউনিট কর্মকর্তা মো.আহম্মদ আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চিত্রশিল্পী ও সংগঠক অজিত সাহা।

৮ মে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৮: ০৫ পিএম, ৫ মে ২০১৭, শুক্রবার
এজি

Share