Home / কৃষি ও গবাদি / ‘শিশুদের পুষ্টির দিকে নজর দিতে হবে’
‘শিশুদের পুষ্টির দিকে নজর দিতে হবে’

‘শিশুদের পুষ্টির দিকে নজর দিতে হবে’

চাঁদপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে বিপণন নিয়ন্ত্রন আইন ২০১৩ সম্পর্কে অবহিতকরণসভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল

মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রন )আইন ২০১৩ বিষয়ে অবহিতকরণ সভা আজ মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এর আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবার অর্থায়ানে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল।

চাঁদপুর সিভিল সার্জন রথিন্দ্র নাথ মজুমদার এর সভাপ্রধানে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ অলিউর রহমান মজুমদার গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা বেগম, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী প্রমুখ ।

অবহিতকরণসভায় চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, জাতি গঠনে ক্ষেত্রে শিশুদের দিকে নজর দিতে হবে। তাই মাতৃদুগ্ধের বিকল্প নেই। মাতৃদুগ্ধের প্রতি জোর দিতে হবে। এ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে মায়েদের এ ব্যাপারে সম্যক ধারণা দিতে হবে। এতে শিশুরা বিকশিত হবে। শিশুদের পুষ্টির দিকে নজর দিতে হবে। আগামী মাস থেকে চাঁদপুরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় (বিপণন নিয়ন্ত্রণ) ২০১৩ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। অবহিতকরণ সভার সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আকরাম হোসেন তার বক্তব্য বলেন, (বিপণন নিয়ন্ত্রণ ) আইন ২০১৩ আইনের অধীন নিবন্ধন ব্যতীত কোনো ব্যক্তি কোনোপ্রকার মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য বা তা ব্যবহারের সরঞ্জামাদি আমদানি, স্থানীয়ভাবে উৎপাদন, বিপণন, বিক্রয় কিংবা বিতরণ করতে পারবে না ।

||আপডেট: ০৮:২৬ অপরাহ্ন, ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার

চাঁদপুর টাইমস /এমআরআর / এসআর