শিশুদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালিত
গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুর -এর সহযোগীতায় এবং লিও ক্লাব অব চাঁদপুর -এর আয়োজনে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। অক্টোবর সার্ভিস উইকের কর্মসূচির অংশ হিসেবে ১৫ অক্টোবর বুধবার সকালে চাঁদপুর কালেক্টরেট স্কুলে শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিসষটি) ও কালেক্টরেট স্কুলের প্রিন্সিপাল নাজমুন নাহার, ভাইস প্রিন্সিপাল আমাতুল নাজমিন। এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর -এর প্রেসিডেন্ট জান্নাতুল নাঈমা জুহানি, অক্টোবর সার্ভিস উইকের চেয়ারম্যান লিও সাইফুল ইসলাম লিখন, ক্লাবের ট্রেজারার, সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সচেতনতামূলক আয়োজনে স্কুলের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিশুদের হাত ধোয়ার সঠিক নিয়ম, ধাপ ও সময় সম্পর্কে ব্যবহারিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি জীবাণু প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক উপহার প্রদান করা হয়। যা ক্ষুদে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফোটায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিষ্কার হাতই স্বাস্থ্য সুরক্ষার প্রথম ধাপ। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ছোটবেলা থেকেই।” তারা আরও বলেন, সমাজে সচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লিও ক্লাব অব চাঁদপুর নিয়মিতভাবে এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
লিও ক্লাবের নেতৃবৃন্দ জানান, এ ধরনের সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে। আগামীতেও আমাদের এমন মানবিক, সামাজিক ও সচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার/
১৬ অক্টোবর ২০২৫