চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিখোঁজের ৩৬ ঘন্টা পর তিন বছরের শিশু তাসনূহার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২ টায় বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশু তাসনূহার হত্যাকারী ঘাতক চাচি সাথী আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেমর) শিশুটির বাবা রুবেল পাটওয়ারী সাথী আক্তারকে (২০) আসামী করে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার বিবরণে জানা যায় , উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটওয়ারী বাড়ির ট্রাক ড্রাইভার রুবেল পাটওয়ারীর শিশু সন্তান তাসনুহা তাবাসসুম ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পুকুরে ডুবুরি দল নামিয়ে তল্লাশি করে। এরপর পুকুরে জাল ফেলেও শিশু তাসনূুহাকে খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ১২ টায় বাড়ির লোকজন পুকুরে বস্তাবন্দি কিছু ভাসতে দেখে বস্তাটি উপরে তোলে। তাতে শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ শিশুর মৃতদেহটি উদ্ধার করে। এর পর পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন দেখতে পায়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন পাটওয়ারী ও চাচী সাথী আক্তার কে আটক করে।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক জানান, ‘আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। পরে সাথী আক্তার ও তার স্বামী রিপনকে আটক করলে চাচী পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় সে শিশু তাসনুহা তাবাসসুমকে হত্যা করেছে।’
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে পুকুরে থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সকালের দিকে ভাত রান্না করার সময় গরম পানি পড়ে শিশুর শরীরে। ওইসময় শিশু চিৎকার দিলে চাচী সাথী বেগম গলায় চাপ দিয়ে ধরে। এতে মারা যায় শিশুটি। পরে বাড়ীর সবার অগোচরে কোন একসময় শিশুকে বস্তায় বন্দি করে পুকুরের পানিতে ফেলে দেয়।
ওসি আবুল বাসার আরো জানান, ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শিশু তাসনুহার বাবা রুবেল হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৫ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur