ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়লার স্তূপ থেকে এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে জরুরি বিভাগের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
চিকিৎসকরা বলছেন, নবজাতকটি মাতৃগর্ভে আট মাস ছিল এবং এক থেকে দুদিন আগে জন্ম হয়।
শাহবাগ থানার এসআই রয়েল জানান, শনিবার সকাল ৯টায় ৯৯৯-এ খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ গেটের কাছে যাই। সেখানে মসজিদের পাশে ময়লার স্তূপে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় মৃত কন্যা নবজাতককে উদ্ধার করা হয়। কেউ তাকে এখানে ফেলে যায়।
বেলা পৌনে ১১টায় ঢামেকের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নবজাতকটিকে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur