চাঁদপুরে হাজীগঞ্জের ডাটরা শিবপুর নানার বাড়ি থেকে ফেরার পথে পাশ্ববর্তী উপজেলা শাহরাস্তিতে শিশুকে (৭) যৌন হয়রানি চেষ্টার অভিযোগে মোঃ ইয়াছিন (২৭) নামের এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী।
১২ নভেম্বর শুক্রবার সকালে আদালতে সোপার্দ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ১১ নভেম্বর বৃহস্পতিবার ১১টার দিকে উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের কাজী বাড়ির মৃতঃ আঃ মান্নানের পুত্র মোঃ ইয়াছিন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রীকে একই গ্রামের ওহাব মিয়ার বাগানের পুকুর পাড়ে জোর পূর্বক যৌন হয়রানির চেষ্টা চালায়। ওই সময় শিশুটি তার নানার বাড়ি হাজীগঞ্জের ডাটরা শিবপুর হতে ফিরছিলো। তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
এ ঘটনায় এলাকার লোকজন বিকেলে অভিযুক্ত ইয়াছিনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে। রাতেই ভিকটিমের পিতা বাদী হয়ে শাহরাস্তি থানায় ধর্ষণর চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ‘অভিযুক্তকে আদালতে সোপার্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে ভিকটিমের জবানবন্দি নেয়া হবে।’
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur