শিশুকে পোলিও টিকা দিতে অস্বীকার করায় পাকিস্তানের পুলিশ প্রায় ৭০ জন বাবা-মা`কে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে।
টিকা দিতে অস্বীকৃতি জানানোর জন্য আরো ২০০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পুলিশ এখন এদের খুঁজছে।
পেশোয়ারের সরকারি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তিন-দিন ধরে চলা এই টিকাদান কর্মসূচিতে এবার আট লক্ষ শিশুকে পোলিও টিকা দেয়া হয়েছে।
তবে প্রায় ২০০০ পরিবার শিশুদের এটি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
পাকিস্তানের ইসলামপন্থী জঙ্গীরা এই টিকা কর্মসূচির ঘোর বিরোধী।
তাদের মধ্যে এই মিথ্যে ধারণা তৈরি হয়েছে যে, স্বাস্থ্য কর্মীরা সবাই পশ্চিমা দেশের গুপ্তচর এবং পোলিও টিকা দেয়া হলে শিশুরা ভবিষ্যতে বন্ধ্যা হয়ে যাবে।
পাকিস্তান এবং আফগানিস্তানে পোলিও এখনও বিরাট এক স্বাস্থ্য সমস্যা। (সূত্র- বিবিসি)
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ২৩ মে ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur