চাঁদপুরে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে এ বছর ৫শ ৫৫ জনকে প্রশিক্ষণ প্রদান

চাঁদপুর জেলা শহরের ওয়্যারল্যাস বাজারে অবস্থিত বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রটি ২০২৩-’২৪ এ বছর ৫শ ৫৫ জন কর্মক্ষম যুবককে প্রশিক্ষণ প্রদান করেছে। বর্তমানে ৫টি ব্যাচ চলমান রয়েছে এবং ইতোমধ্যেই ১৫টি ব্যাচ সম্পন্ন হয়েছে ।

নির্বাহী প্রকৌশলী সজল পৈত ২১ নভেম্বর চাঁদপুর টাইমসকে বিষয়টি জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য মতে, নারীদের অগ্রাধিকার দিয়ে চাঁদপুরসহ সারাদেশের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রগুলো আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন শীর্ষক প্রকল্প’(সেপা) এর অধীনে বাস্তবায়ন হচ্ছে। প্রশিক্ষণ বিভাগে ৩টি’ট্রেড তথা ইলেকট্রিক্যাল মেইন্টিন্যান্স,আর্ক,ওয়েল্ডিং ট্রেডে ও মেশিন শপ ট্রেডে জেলার কর্মক্ষম যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে। কর্মক্ষম যুবকগণ প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সংস্থায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে । কারিগরি প্রশিক্ষণ ব্যতীত বিদেশ গমনের শ্রম বাজারে সফলতা আর সম্ভব নয়। সে দিক থেকে প্রতিজন প্রশিক্ষিত বেকার যুবকদের জন্যে এ কোর্সগুলো মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিদেশ গমনে শ্রম বাজারে একটি সুবর্ণ সুযোগ করে দেয় এ কারিগরি প্রশিক্ষণটি। প্রতিনিয়তই প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ঠ নিয়মনীতি তৈরি হচ্ছে ।

চাঁদপুরে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর প্রকৌশলী সজর পৈত বলেন,‘ ব্যবহারিক ও তাত্ত্বিক সমন্বিত দক্ষতা অর্জন ও শিল্পক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সরকার দেশের বেকার দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে-‘হাতে কলমে প্রশিক্ষণে মহিলাদের অগ্রাধিকারের ভিত্তিতে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন শীর্ষক প্রকল্প’(সেপা) এর পরিচালনার মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করছে। এটি সরকারে একটি প্রশংসনীয় উদ্যোগ। বেকারকে চাকুরি প্রদানে অঙ্গীকার বাস্তবায়নে ও শিল্প কারিগরি সহায়তায় এ প্রকল্পটি শিল্প মন্ত্রণালয় গ্রহণ করে। ফলে বিভিন্ন স্থানে আত্মকর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।’

প্রসঙ্গত, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মহিলাদের অগ্রধিকারের ভিত্তিতে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে ৩ মাসব্যাপি মহিলাদের জন্যে ও ৩ মাসব্যাপি চাঁদপুরে পুরুষদের ট্রেডে প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। বিটাক সর্বপ্রথম কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে ১৯৬২ সালে তেজগাঁও,১৯৭৩ সালে চট্টগ্রাম,১৯৭৮ চাঁদপুর,১৯৯১ সালে খুলনায় এবং ২০০৬ সালে বগুড়ায় এ সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে। সরকার আরো বেশ ক’টি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বলে সুত্রটি জানায়।


প্রতিবেদক: আবদুল গনি ,
চাঁদপুর টাইমস ,
২১ নভেম্বর ২০২৪

Share