ফরিদগঞ্জ

শিল্পপতি এম এ হান্নানের মায়ের দাফন সম্পন্ন

চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ¦ এম এ হান্নানের মা’ আংকুরের নেছা(৯৫) এর দাফন মঙ্গলবার (৭ মার্চ) শোল্লা ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, ৭ মার্চ মঙ্গলবার-২০১৭ইং ভোর ৭টার সময় ঢাকার ইউনাউটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান।

জানাযায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান দুলাল, মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মো. নূরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. আলমগীর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরনবী নোমান, ফরিদগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, ১নং ইউনিয়ননের চেয়ারম্যান মো. শফিকুর রহমান, ৪নং ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মো. নজরুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর ও ফরিদগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

এদিকে আলহাজ্ব এম এ হান্নানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ সাংবাদিক ক্লাব, ফরিদগঞ্জ লেখক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিবেদক আতাউর রহমান সোহাদ
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ১৩ এএম, ০৮ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ

Share