চাঁদপুর

শিল্পকলা একাডেমীতে চাঁদপুর মঞ্চের নৃত্যানুষ্ঠান

মানুষে মানুষে সম্প্রীতি আমাদের সংস্কৃতি এ শ্লোগানে চাঁদপুরে চলছে সাংস্কৃতিক মাস ২০১৭। ২৬ এপ্রিল বুধবার ১৩তম দিনে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে চাঁদপুর মঞ্চ তাদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করেছে।

রাত ৮টায় নৃত্যানুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধরী, চাঁদপুর মঞ্চের সহ-সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সালমান পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক কাউছার মোঃ জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক প্রবির চন্দ্র অপু, সোহেল, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, অর্থ সম্পাদক ফরহাদ, প্রচার সম্পাদক মোকলেছ। সমন্ময়কারী শোভন মিয়াজী।

তনুশ্রী ও ইউনুছের যৌথ নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে ঃ মুনা, মারিয়া, শামীমা, মিতু, সামিয়া, শ্রাবন, মীম, জারিমা, স্বপ্না, রাব্বি,নূর আলম ও সূর্য।

প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share