চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি অয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কেটে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
প্রধান অতিথি হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান।
জেলা কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, জেলা স্কাউট কমিশনার অজয় ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, লেখক পীযূষ কান্তি বড়–য়া।
জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণের পরিচালনায় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অঙ্গনে অগ্রনি ভূমিকা রাখছে। এখান থেকে শিশুরা বিভিন্ন ভাবে সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত হচ্ছে। বাংলাদেশ এক সময় সাংস্কৃতি অঙ্গনে এগিয়ে যাবে। বাংলাদেশের শিল্পকলা একাডেমির মধ্যে চাঁদপুর শিল্পকলা একাডেমি অনেক এগিয়ে রয়েছে। সকলের সহযোগিতায় চাঁদপুরে সাংস্কৃতি অঙ্গন আরো প্রসারিত হবে।
প্রতিবেদক-শরীফুল ইসলাম
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রোববার
এইউ