খেলাধুলা

বাংলাদেশের মেয়েরা শিরোপা লড়াইয়ে সন্ধ্যায় নামছে

ভুটানের রাজধানী থিম্পু চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময়  শনিবার ( ১৮ আগস্ট  ) সন্ধ্যা সাত টায় ম্যাচটি শুরু হবে ।

সম্প্রতি মেয়েদের দুর্দান্ত ম্যাচগুলো ছিলো চোখে পড়ার মত। ম্যাচ বাই ম্যাচ কিশোরীদের নৈপূন্য তাদের আত্মবিশ্বাসকে আরো দ্বিগুণ করে দিয়েছে। ভারতকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ এশিয়ার সেরা হবে বাংলার মেয়েরা।

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের শুরুটা নবাগত পাকিস্তানকে দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে ১৪-০ গোলের ব্যবধানে হারায় মারিয়া মান্ডার দল।

দ্বিতীয় জয়টা নেপালকে ৩-০ গোলে হারিয়ে আর শেষটা গত একদিন আগে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে। পুরো টুর্নামেন্টে এখনো এক গোলও হজম করতে হয়নি বাংলাদেশের।  অপরদিকে ভারত গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে এবং সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায়।

এদিকে সমীকরণে বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশ। কারণ ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যার কারণে স্বাভাবিক ভাবেই ভারতের চেয়ে অনেক এগিয়ে লাল-সবুজরা।

বার্তা কক্ষ 
আপডেট, বাংলাদেশ সময় ৫:০৫ পিএম, ১৮ আগস্ট ২০১৮,শনিবার
এজি

;

Share