মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মো. বিপ্লবী মনিরুজ্জামান শিমুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে সভা অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বর্তমান সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অত্র বিদ্যালয় অভিভাবক নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. আব্দুর রহিম খান সভাপতিত্বে, সভাপতি পদে বর্তমান সভাপতি মো. বিপ্লবী মনিরুজ্জামান শিমুলের নাম প্রস্তাব করেন অভিভাবক প্রতিনিধি মো. শাহ আলম চৌধুরী এবং সমর্থন করেন সদস্য মোবারক হোসেন। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বর্তমান সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন তপদার, অভিভাবক প্রতিনিধি মো. শাহ আলম চৌধুরী, মো. মজিবুর রহমার রুবেল, শিক্ষক প্রতিনিধি সুমন মিজি (সুমন মাস্টার), মো. আব্দুস ছোবান মজুমদার, মহিলা অভিভাবক প্রতিনিধি আয়েশা বেগম উপস্থিত ছিলেন।
সভাপতি গঠন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান মো. নোয়াব খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. বিপ্লবী মনিরুজ্জামান শিমুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল মাস্টার।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ ১১ : ৪৬ পিএম, ২৫ জুলাই ২০১৭, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur