Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ হলো না উর্মির
শিক্ষিকা

কচুয়ায় শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ হলো না উর্মির

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী উর্মি মজুমদার উমার চোখেমুখে স্বপ্ন ছিলো পড়ালেখা শেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্ত বৃহস্পতিবার তার পরিবারের সব স্বপ্ন শেষ করে দেয় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।

উর্মি মজুমদার উমা পরীক্ষা দেওয়ার জন্য কচুয়া থেকে সিএনজি যুগে হাজীগঞ্জ যাওয়ার সময় চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের কড়ইয়া বিশ্বরোড সংলগ্ন ডাক্তার বাড়ি এলাকায় ঢাকাগামী বিআরসিটি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়। এসময় তার দুই সহপাঠী সাকিবুল ইসলাম সাদ্দাম ও মাহবুবুল ইসলাম রিফাত নিহত হন।

আরও পড়ুন… থামছেনা নিহতদের পরিবারের আহাজারি, সাদ্দাম ও রিফাত সদ্য বিবাহিত

বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ চোখের জলে উর্মি মজুমদার উমাকে নিজ গ্রাম উপজেলার দোয়াটি গ্রামে সৎকার করা হয়।

উর্মি মজুমদার উমা’র ছোট ভাই শুভ মজুমদার চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা ৩ বোন ১ ভাই। প্রায় ৮ বছর আগে কুয়াতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবাকে হারাই। উর্মি মজুমদার উমা ২০১১ সালে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,২০১৪ সালে পালাখাল রোস্তম আলী এইচএসি ও ২০১৭ সালে বিএসসি পাস করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্সে ভর্তি হন।’

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ নভেম্বর ২০২১