Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার আয়োজিত আলোচনা সভা-র‌্যালি
শিক্ষা

হাজীগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার আয়োজিত আলোচনা সভা-র‌্যালি

“শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”-(Valuing Teachers voices :towards a new social contract of education .) এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে শনিবার ৫ অক্টোবর হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ হলরুমে হাজীগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আবু ছাইদ। সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।

বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান পাটোয়ারী,বাকশিস চাঁদপুর জেলার সভাপতি অধ্যক্ষ আজহারুল কবির, হাজীগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাবু দীপক চন্দ্র দাস,প্রধান শিক্ষক মো.মনিরুজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু বকর ছিদ্দিক তপাদার প্রধান শিক্ষক শিরিন শারমিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অধ্যক্ষ আবদুর রহিম এবং গীতা পাঠ করেন পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র রায়্ ।

অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাকির হোসেন,হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ ও মো.মজিবুর রহমান,বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইকবাল হোসেন,ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তার,সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জয়নাল আবেদীন সহ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ ও সহকারী শিক্ষকগণ।

৬ অক্টোবর ২০২৪
এজি