শিক্ষা সচিবকে চাঁদপুর জেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইনকে বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯ টায় চাঁদপুর সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাসুম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম, জেলা প্রশাসকের সহধর্মীনিসহ প্রশাসনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, শিক্ষা সচিব বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষা উন্নয়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
একই দিন বিকেল ৩টায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে যেসব প্রকল্প রয়েছে, সেগুলো পরিদর্শন করবেন।
বিকেল ৬ টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ৩১ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ