শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনের নির্দেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তারুণ্যে পা দেওয়া আগ পর্যন্ত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান ও দীঘি। ছবিটি দেশের সকল মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজের শিক্ষার্থীদের দেখানো ব্যবস্থা করা জন্য এক নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ নির্দেশনা জারি করেন।

এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ ও দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের আদর্শ নিয়ে নির্মিত শিক্ষামূলক চলচ্চিত্র ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ বিনামূল্যে ‘সিনেবাজ লিমিটেড’ এর ওয়েব সাইট ও অ্যাপস থেকে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের দেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন

বঙ্গবন্ধুকে নিয়ে শাপলা মিডিয়া বানিয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। গত ডিসেম্বরে ছবিটি সেন্সর বোর্ড দেখেও, কিন্তু কিছু দৃশ্যে বোর্ড সদস্যদের আপত্তি ছিল। সে সকল দৃশ্য সংশোধন করে জমা দেয় প্রযোজনা সংস্থা। চার মাস পর গেল মার্চ মাসে ছবিটি সেন্সর ছাড়পত্র পায়।

ঢাকা চীফ ব্যুরো, ২৯ জুলাই, ২০২১;

Share