মিয়ানমার সফরকালে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বুধবার ৪ ডিসেম্বর দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেনাপ্রধান তার আসন্ন মিয়ানমার সফরের বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন।
জেনারেল আজিজ বলেন,‘মিয়ানমার সফরকালে দু’সেনাবাহিনীর বাহিনীর মধ্যে প্রশিক্ষণসহ দ্বি-পক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে। বিদ্যামান সম্পর্ক আরো ভালো করার ওপর গুরুত্ব দেয়া হবে। আর এ জন্য দু’দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন।’
সফরকালে রোহিঙ্গা সঙ্কটের কারণে বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়েও আলোচনা হবে বলে জানান সেনাপ্রধান।
সফরের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,‘বিশ্বের বিভিন্ন দেশে সেনাপ্রধান হিসাবে যেভাবে যাই,একইভাবে মিয়ানমার যাচ্ছি। গত সপ্তাহে সৌদি চিফ অব জেনারেল স্টাফ ঢাকা এসেছিলেন। দ্বি-পক্ষীয় সফরগুলোর উদ্দেশ্য থাকে সম্পর্ক উন্নয়ন। এটিও তাই।’
বিষয়টিকে স্পর্শকাতর হিসাবে উল্লেখ করে সফর সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে অনীহা প্রকাশ করেন সেনাপ্রধান।
বার্তা কক্ষ , ৪ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur