Home / চাঁদপুর / শিক্ষা জাতীয়করণের দাবিতে ৭ শিক্ষক সংগঠনের যৌথ কর্মসূচি আসছে
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

শিক্ষা জাতীয়করণের দাবিতে ৭ শিক্ষক সংগঠনের যৌথ কর্মসূচি আসছে

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা প্রদানের দাবীতে শিগগিরই যৌথ আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বেসরকারি শিক্ষকদের সাতটি সংগঠন। শুক্রবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিক্ষক সমিতির (আবু বকর ও আবুল কাশেম) সেগুনবাগিচাস্থ কেন্দ্রিয় কার্যালয়ে সমিতির জ্যেষ্ঠ্য সহ সভাপতি রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সাত শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (আবু বকর-আবুল কাশেম),বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (আসাদুল হক-ফয়েজ হেসেন), বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস),বাংলাদেশ শিক্ষক সমিতি (আউয়াল-বিলকিস),বাংলাদেশ জমিয়তুল মোদারেছিন (বাহাউদ্দিন-মোমতাজী), বাংলাদেশ শিক্ষক সমিতি (আজিজুল ইসলাম-মহসীন),বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির (সাত্তার-মোঃ আলী) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষক-কর্মচারিদের ন্যায্য দাবি পূরণ করবেন। কিন্তু আমলা নির্ভরতার কারণে বিচ্ছিন্নভাবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করায় শিক্ষা ক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বৈষম্য আরো বৃদ্ধি পাবে। তাই আমরা বৃহত্তর জাতীয় স্বার্থসহ শিক্ষক-কর্মচারীদের স্বার্থে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবী আদায়ের লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের ৭টি শিক্ষক সংগঠন আজ একমত হয়েছি। আমরা যত দ্রুত সম্ভব আন্দোলনের রূপরেখা তৈরি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করব।

সভায় সরকারকে স্মরণ করিয়ে দেয়া হয় প্রধানমন্ত্রীর অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি শিক্ষক-কর্মচারিদের পূর্ণাঙ্গ পেনশন সুবিধা,৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখি ভাতা,বাড়ি ভাড়া,পূর্ণাঙ্গ উসব ভাতাসহ সকল সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশনাসহ এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিয়ে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করে শিক্ষা ও শিক্ষক-কর্মচারিদের ন্যয়সঙ্গত দাবী পূরণ করবেন।

এসময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কাশেম,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক,বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর,বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম,বাংলাদেশ জমিয়তুল মোদারেছিন এর মহাসচিব শাব্বির আহ্মদ মোমতাজী,বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী,বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক মো.শাহে আলম,বাংলাদেশ শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যক্ষ মো.বজলুর রহমান মিয়া, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি ড.আজিজুর রহমান,বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি এম. এ. বারী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যক্ষ আবুবকর চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মহসীন রেজা,বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি ড.তনুজ কান্তি দে,বাংলাদেশ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মো.ফজলুল হক খান এবং আবু জামিল মো.সেলিম প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ। (দৈনিক শিক্ষাডটকম )

নিউজ ডেস্ক
আপডেট,বাংলাদেশ সময় ৭:৪০ পিএম, ১৪ অক্টোবর ২০১৭,শনিবার
এজি

Leave a Reply