‘চাঁদপুরের মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি আমার,সে জন্যে শিক্ষা জাতীয়করণের দাবিও আমার। আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষক বান্ধব। তাই শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন । আপনাদের সংগঠনের দাবির বিষয়ে জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলব। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি। তাই আপনারা হতাশ হবেন না। আমি কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও জড়িত ।
‘শিক্ষা জাতীয়করণ করে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করুন’- এ দাবিকে সামনে রেখে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা কমিটি কর্তৃক আয়োজিত শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবে নতুন কমিটির অভিষেক ২০১৮ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা কমিটির সভাপতি মো.বিলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফায়াৎ আহমদ ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রকৌশলী আ.রব ভূঁইয়া, বাকশিস কেন্দ্রিয় সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.রুহুল আমিন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সদরের মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম,বাকশিস কেন্দ্রিয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক মো.মোশারফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো.হারুনুর রশিদ,বাকশিস নেতা শফিউল আযম শাহাজান, মাধ্যমিক শিক্ষক সমিতির চাঁদপুর জেলা আহবায়ক মো.শহীদুল্লা প্রধান,বাকশিস নেতা অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ঝুটন।
আরো বক্তব্য রাখেন প্রধানশিক্ষকদের মধ্যে মো.সাখাওয়াত হোসেন,দুলাল চন্দ্র সূত্রধর, জালাল উদ্দিন কাসেম,মোরশেদ আলম,কাউসার হোসেন ,সহ-প্রধান শিক্ষক আলাউদ্দিন বেপারী, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলা সহ-সভাপতি ও সদরের সভাপতি কানিজ বতুল চৌধুরী , জেলা সহ-সভাপতি আবদুল গনি, মতলব উত্তরের সভাপতি মজলিশ আহমেদ, মতলব দক্ষিণের সভাপতি জালাল উদ্দিন সাগর , হাজিগঞ্জের সভাপতি ইব্রাহিম মিয়া , হাইমচরের সভাপতি আবুল খায়ের,শাহারাস্তির সভাপতি জহিরুল ইসলাম, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল হোসেন , মুজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম রতন, জেলা সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জেলা অর্থ-সম্পাদক ফয়েজুল হক ফয়েজ,জেলা সমাজ কল্যাণ সম্পাদক মো.খলিলুর রহমান, জেলা দপ্তর সম্পাদক হাসান আহমেদ ।
অভিষেক অনুষ্ঠান উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিণ করে।
প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮, শূক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur