Home / জাতীয় / দু’মাসের মধ্যে এসএসসির ফল প্রকাশে আপ্রাণ চেষ্টা করব : শিক্ষা উপদেষ্টা
edu Adv

দু’মাসের মধ্যে এসএসসির ফল প্রকাশে আপ্রাণ চেষ্টা করব : শিক্ষা উপদেষ্টা

দু’ মাসের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.চৌধুরী রফিকুল আবরার। ১০ এপ্রিল সকালে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার দু’মাস বা ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজের বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন,‘যদি রেওয়াজ থাকে, নিশ্চয়ই আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেয়ার।’ ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। সোয়া ১১টার দিকে বের হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সোয়া ১৯ লাখ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন ‘বিশাল কর্মযজ্ঞ’ বলে তুলে ধরে উপদেষ্টা বলেন,‘আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি, যে ধরনের ব্যত্যয় মাঝেমধ্যে ঘটে যায়, সেটা যেন না ঘটে। এর জন্য প্রাথমিক কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনা করা;সেটা সুচারুভাবে সম্পন্ন হয়েছে বলে আমি মনে করি। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশা করি।’

প্রশ্নফাঁসের আশঙ্কা গুরুত্বপূর্ণ বিবেচনার মধ্যে ছিল জানিয়ে অধ্যাপক আবরার বলেন,‘যেসব সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেখান থেকে যেন না হতে পারে। আশা করি আমরা সাকসেসফুল হব। এটাকে টপ প্রায়োরিটি হিসেবে দেখে কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি আমরা।’

চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫-২২ মে পর্যন্ত। প্রচলিত রীতিতে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হলে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে তা জানতে পারবেন পরীক্ষার্থীরা।

সারা দেশে ৩ হাজারের বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ১১টি শিক্ষা বোর্ডের ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী। প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে পরীক্ষা।

চাঁদপুর টাইমস
১২ এপ্রিল ২০২৫
এজি