চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন ১২৩৬টি শিশু শিক্ষালয় পরিচালনা করছে

চাঁদপুর জেলার ৮ উপজেলায় চলতি ২০২১-২২ অর্থবছরে ১হাজার২শ ৩৬টি মসজিদভিত্তিক শিশু শিক্ষালয় পরিচালিত হয়ে আসছে। এতে শিক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৮০ জন ।

ইসলামিক ফাউন্ডেশন , চাঁদপুরের দেয়া এক তথ্যে জানা যায় ।

প্রাপ্ত তথ্য মতে – চাঁদপুর সদরে ১৮৬ টি, মতলব দক্ষিণে ১৪১টি , মতলব উত্তরে ২৩৬ টি ,শাহরাস্তিতে ১১৬ টি , হাজীগঞ্জ ১৩৯ টি এবং ফরিদগঞ্জে ১৭৫ টি, কচুয়ায় ১৪২ টি এবং হাইমচরে ১০১টি মসজিদভিত্তিক শিশু শিক্ষালয় পরিচালিত হচ্ছে ।

এসব প্রাক-প্রাথমিক ৫৩০ টিতে ৩০ জন করে ১৫ হাজার ৯০০, কোরআন শিক্ষায় ৬৯৪ শিশু শিক্ষালয় ২৪ হাজার ২৯০ জন এবং বয়স্ক শিক্ষালয়ে ৩শ জন শিক্ষার্থী রয়েছে ।

ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন মসজিদভিত্তিক শিশু সম্পর্কে বলেন ‘এসব শিক্ষা প্রতিষ্ঠানের কারণে ঝরেপড়া রোধ হচ্ছে , সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীৃগণ সুযোগ পাচ্ছে,বয়স্ক শিক্ষার অগ্রগতি হচ্ছে,কোরান শুদ্ধ ভাবে শিক্ষার সুযোগ পাচ্ছে ও আলেম-ওলামাদের সরকারি অর্থায়নে কর্মসংস্থান বাড়ছে ।’

১৯৯৩ সাল থেকে সারাদেশ মসজিদভিত্তিক শিশু শিক্ষালয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে । ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এ কার্যক্রম পরিচালনা করছে ।

আবদুল গনি
২৮ মার্চ ২০২২

Share