চাঁদপুর

শিক্ষার মান্নোয়নে যথাযথ দায়িত্ব পালন করতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বাংলাদেশ শিক্ষক সমিতির চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কালে বলেন,‘ চাঁদপুর মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির নির্বাচনি এলাকা। এ এলাকায় শিক্ষার মান-উন্নয়নে আপনাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন মাননীয় মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন না হয়- সেভাবেই শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে। পরবর্তী কোনো এক সময় আমরা চাঁদপুর জেলার শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করব এবং তা সমাধানের চেষ্টা করব। আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের সকল নির্দেশাবলী যথাযথভাবে পালন করবেন বলে আমার বিশ্বাস। চাঁদপুর জেলা প্রসাশন শিক্ষার মানোœয়নে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে।’

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস চাঁদপুর জেলার বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা নেতৃবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত কালে এ কথা বলেন ।

সাক্ষাৎকারের নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতি’র চাঁদপুর জেলার আহবায়ক ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন এবং সদস্য সচিব ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর শাখার আহ্বায়ক প্রধানশিক্ষক মো.রেজাউল করিম, সদস্য সচিব প্রধানশিক্ষক মোহাম্মদ ওমর ফারুক,সদস্য আল আমিন ছাত্রী শাখার ইনচার্জ নাসরিন পারভীন, চাঁদপুর জেলা প্রধান শিক্ষক ফোরামের আহ্বায়ক গণেশ চন্দ্র দাস,শিক্ষক সমিতির সদস্য প্রধানশিক্ষক মো.আবু তাহের পাটোয়ারী, আল-আমিন একাডেমির অধ্যক্ষ ড.কর্নেল শাহাদাত হোসেন সিকদার,চাঁদপুর রেসিডেন্ডিয়াল কলেজের ইনচার্জ শাহানাজ মুক্তা , কচুয়া উপজেলার সভাপতি প্রধানশিক্ষক মো.শহিদুল্লাহ পাটোয়ারী,সম্পাদক ও সহকারী প্রধানশিক্ষক মো.আলাউদ্দিন,প্রধানশিক্ষক মো.শাহজাহান মিয়া,প্রধানশিক্ষক মাহবুবুর রহমান,শাহারাস্তির সভাপতিপ্রধানশিক্ষক মো.আনোয়ার হোসেন, জেলার সদস্য প্রধানশিক্ষক আবদুল হান্নান ভূঁইয়া, হাজীগঞ্জের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী,প্রধান শিক্ষক জোস্না আক্তার,মতলব উত্তরের প্রধানশিক্ষক একেএম তাজুল ইসলাম,মতলব দক্ষিণের প্রধানশিক্ষক মো.নাসির উদ্দিন তপাদার,প্রধানশিক্ষক মো.আবুল কালাম আজাদ, প্রধানশিক্ষক মো.সাখাওয়াত হোসেন ও ফরিদগঞ্জের প্রধানশিক্ষক আমেনা আক্তার।

আবদুল গনি , ১৩ জানুয়ারি ২০২১

Share