Home / উপজেলা সংবাদ / শিক্ষার মানোন্নয়ন ও জনকল্যাণে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক
শিক্ষার মানোন্নয়ন ও জনকল্যাণে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

শিক্ষার মানোন্নয়ন ও জনকল্যাণে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও শাহতলী কামিল (এমএ) মাদ্রাসার গভনির্ং বডির সভাপতি মোঃ আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘এ জেলার শিক্ষার মান উন্নয়ন এবং জনকল্যাণে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। মাদ্রাসার উন্নয়নেও কাজ করবো। ঈদের পর পরই এসব কাজে শুরু করবো।’

তিনি আরো বলেন, ‘চাঁদপুরের মানুষ অতিথিপরায়ণ, সম্মান প্রদর্শন করতে জানে।’

১৪ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর উপজেলার শাহতলী কামিল (এমএ) মাদ্রাসার গভনির্ংবডির সদস্যবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল এ কথাগুলো বলেন।

এ সময় নবাগত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলকে মাদ্রাসা গভনির্ং বডির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান গভনির্ং বডির সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী ও অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ সহ অন্যরা।

শুভেচ্ছা বিনিময়কালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, ম্যাজিস্টেট সঞ্জয় কুমার, ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন, শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ, জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, মোশারফ হোসেন তালুকদার, মাওলানা মোঃ জাকির হোসেন তপাদার, মাওলানা আঃ হানিফ, মোঃ হেলাল উদ্দিন গাজী, আরবি প্রভাষক মাওলানা এমদাদ উল্যা, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা আব্দুল হালিম গাজী।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৩:০৮ অপরাহ্ন, ২৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ,  মঙ্গলবার ১৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি