Home / চাঁদপুর / ইংরেজি ভাষা শিক্ষার কোচিং সেন্টারের নাম ‘ কনসেপ্ট আইএলটেস’
কোচং ------

ইংরেজি ভাষা শিক্ষার কোচিং সেন্টারের নাম ‘ কনসেপ্ট আইএলটেস’

চাঁদপুর জেলা শহরের একটি সুনামধন্য আধুনিকতায় সুপ্রসিদ্ধ ইংরেজি ভাষা শিক্ষার কোচিং সেন্টার Concept IELTS and Spoken Center CISC এর আজকের ৩ মাসব্যাপি বেসিক কোর্সের সমাপনি সনদ ও পুরুস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের এসিস্ট্যান্ট ইনস্পেক্টর আজিজুল হক । বিশেষ অতিথি ছিলেন মো.ওয়ালিদ হোসেন খান সহকারী অধ্যাপক ও জেলা স্কাউটস লিডার। ।

প্রতিষ্ঠানটি পরিচালক ও কর্ণধার একজন দক্ষ অভিজ্ঞ যোগ্য শিক্ষক. মো হানিফ । অনুষ্ঠানে ৩৫ জনকে ক্রেস্ট সনদ ও উপহার প্রদান করা হয়।

কোচং =

শিক্ষার্থীবৃন্দ কাল থেকে বিকেল ৩ ঘটিকায় ৬ মাস ব্যাপি এডভান্সড স্পোকেন কোর্সে অংশগ্রহণ করবে। তারা ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ইউরোপ এমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য এ প্রস্তুতি গ্রহণ করে আসছে । আমি তাদের উত্তোরত্তর সাফল্য কামনা করি।

আবদুল গনি
১ সেপ্টেম্বর ২০২৫
এজি