সারাদেশে ১৯ ডিসেম্বর ১০ লাখ ৩৫ হাজার ৫১৯ জনকে টিকা দেয়া হয়েছে। আর এখনও পর্যন্ত ১৯ লাখ ৯৬ হাজার ১১০ জন স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।
আর তারা এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৯০৫ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দু’শিক্ষার্থীকে টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
রবিবার ১৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্কুল শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেয়া হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ২৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৩১ জনকে। আর ১৯ ডিসেম্বর ১ লাখ ৪৮ হাজার ১৯৪ জন স্কুল শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৩ হাজার ৮৫৪ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
দেশে এ পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ৩২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৩৮ জন।
এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা,চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।
বার্তা কক্ষ,২০ ডিসেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur