চাঁদপুরের হাজীগঞ্জে ইয়ামিন নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার সকালে সে স্কুলে যায় এরপর আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ইয়ামিন উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের বেল চোঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে উপজেলার সেন্দ্রার সেলিমের ছেলে।
ইয়ামিনের মা দুলু বেগম জানান, রোববার সকালে ইয়ামিন স্কুলে গিয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মিলেনি। কেউ তার সন্ধান পেলে ০১৮৭৮৯৩৫২৩০ এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, ছেলেটির অভিভাবক থানায় এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur