শিক্ষার্থী চাইলে শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র (মার্কশিট) প্রদান করতে হবে-এই মর্মে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের করা এক আপিল আবেদন খারিজ করে গতকাল রোববার আপিল বিভাগ এ আদেশ দেন আদালত।
রিট আবেদনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ কে এম সালাহউদ্দিন খান। তিনি বিষয়টি সোমবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন।
এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিও প্রকাশিত হয়েছে।রায়ে বলা হয়, কেউ চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরফর্দ (মার্কশিট) দিতে হবে। এছাড়া এ বিষয়ে হাইকোর্টে আবেদনকারী নাফিস সালমান খানের এইচএসসির মার্কশিট রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে দিতে নির্দেশ দেয় আদালত।
২০০১ সালের ১২ মার্চ শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, ‘সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাবলিক পরীক্ষার ফলাফল লেটার গ্রেডিং পদ্ধতিতে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ২০০১ সালের অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও ২০০৩ সালে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা থেকে ফলাফল লেটার গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত হবে।’
মন্ত্রণালয় এ বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত অনুসরণ করার কথা বলে- ক. পরীক্ষায় উত্তীর্ণদের কোনো বিভাগ থাকবে না। শুধু প্রতি বিষয়ে প্রাপ্ত লেটার গ্রেড ও সব বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের (জিপি) ভিত্তিতে পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (জিপিএ) উল্লেখিত থাকবে। লেটার মার্ক ও স্টার মার্ক ও মেধা তালিকা প্রণয়ন বা প্রকাশের প্রচলিত প্রথা থাকবে না।’
এ প্রথা অনুসরণ করে পরীক্ষা চলে আসছিলো। কিন্তু ২০১০ সালে সরকারি কবি নজরুল কলেজের এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষার্থী নাফিস সালমান খান ফলাফল পুননিরীক্ষণের আবেদন করেন। কিন্তু এ অঅবেদনের কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা বোর্ড। এমনকি ফলাফলের নম্বরফর্দ চেয়ে বারবার আবেদন করার পরও তাকে দেয়া হয়নি।
এরপর ২০১১ সালে হাইকোর্টে ২০০১ সালের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন নাফিস সালমান।
এ রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১৫ সালের ২১ এপ্রিল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।
রায়ে নাফিস সালমানকে ৩০ দিনের মধ্যে নম্বরফর্দ দেয়ার নির্দেশ দেন আদালত। একইসঙ্গে যদি কেউ নম্বরফর্দের জন্য আবেদন করেন তবে তাকেও নম্বরফর্দ দিতে হবে বলে রায় দেয়া হয়। এক্ষেত্রে শিক্ষার্থী চাইলে এখন থেকে তার গ্রেডিং পয়েন্টের পাশাপাশি বিষয়ভিত্তিক নাম্বারও দেখতে পারবে।
নিউজ ডেস্ক ।। আপডেট: ০২:২২ পিএম, ২৩ নভেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur