চাঁদপুরের কচুয়া উপজলোর ১৪ নং বিতারা সরকারি প্রাথমকি বিদ্যালয়ে মা সমাবেশ ও দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতবিার বিকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কচুয়ার কৃতি সন্তান ও অস্ট্রেলিয়া শাখা বিএনপি’র সাবকে সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।
তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারীর সভাপতিত্বে এবং বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জনিয়িার মোঃ হাবিবুর রহমান বলেন,“মায়েরা হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক। পরিবার থেকেই চরিত্র গঠন শুরু হয়। তাই প্রতিটি শিক্ষার্থীর সাফল্যে মায়ের ভূমিকা অপরিসীম।”
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মায়েরা শুধু সংসারের দায়িত্বই সামলান না, বরং সন্তানের ভবষ্যিৎ গঠনেও ভূমিকা রচনা করেন। সন্তানের সঙ্গে আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ন সর্ম্পক গড়ে তুলতে পারলে শিক্ষার্থীরা নৈকিভাবে সু-শিক্ষিত হয়ে উঠবে।
অনুষ্ঠানে প্রাখমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষাখাতের উন্নয়নে প্রাথমিক শিক্ষার ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৪, ২৫ ও ২৭ নম্বর দফা নিয়ে বিস্তারিত আরোচনা করেন।
এছাড়া বক্তব্য রাখেন, বিতারা ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, আনোয়ার মৃধা, বিএনপি নেতা হাজী আবুল খায়ের ও ছাত্রনতো জাহাঙ্গীর সরকারসহ আরো অনেকে ।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান এবং শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur