চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা পেল হ্যান্ডওয়াশ

চাঁদপুরে লাইট ফর হিউম্যানিটি সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।

২৭ জানুয়ারি শুক্রবার সকালে চাঁদপুর শহরের পৌর ৭নং ওয়ার্ডের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী হ্যান্ডওয়াশ পায়। এতে সার্বিকভাবে সহযোগিতা করে মাতৃপীঠ শতবর্ষ উদযাপন কমিটি।

লাইট ফর হিউম্যানিটির প্রধান উপদেষ্টা লায়ন মাহমুদ হাসন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সামাজকর্মী ও সংগঠক আমজাদ হোসেন, লাইট ফর হিউম্যানিটির সদস্য তামান্না, রুবা, সুমাইয়া, মাহিয়া মাহি, সিয়াম, রিফাত, সাদ্দাম, আফরিন, সাকিব, ইয়াসিনসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডওয়াশ বিতরণ সময় প্রত্যেক শিক্ষার্থীদেরকে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অবগত করা হয়। বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে খাবার পূর্বে যাতে হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত দেওয়া হয় সেরকম সচেতনামূলক বক্তব্য রাখা হয।

স্টাফ করেসপন্ডেট, ২৭ জানুয়ারি ২০২৩

Share