Home / উপজেলা সংবাদ / কচুয়া / শিক্ষার্থীরা কর্মমুখী হতে পারে এমন উদ্যোগ গ্রহণ করা হবে: এহসানুল হক মিলন
শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা কর্মমুখী হতে পারে এমন উদ্যোগ গ্রহণ করা হবে: এহসানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো উজ্জীবিত করা যায় এবং উন্নত বিশ্বে শিক্ষার্থীরা কিভাবে কর্মমুখী হতে পারে এজন্য উদ্যোগ গ্রহণ করা হবে।

৯ আগস্ট শনিবার কচুয়ার তেগুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা সংস্কার উদ্যোগ GEN-Z কনফারেন্স ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষা সংস্কার উদ্যোগ বলতে এমন পরিকল্পনা ও কার্যক্রমকে বোঝায়, যা বিদ্যমান শিক্ষা ব্যবস্থার মান, কাঠামো, সুযোগ এবং পদ্ধতিকে উন্নত করার জন্য গৃহিত হয়। এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ প্রদান করা, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষা সংস্কার উদ্যোগের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ, আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের সাথে সঙ্গতি রাখা। দক্ষতা ভিত্তিক শিক্ষা চাকরি, উদ্যোক্তা ও জীবনদক্ষতা অর্জনে সহায়ক পাঠক্রম তৈরি করা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্কাউট শিক্ষার্থীরা প্রধান অতিথি কে গার্ড অব ওনার দেন এবং ফুল দিয়ে স্বাগত জানান। পরে বিতারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও স্বপ্নপূরণ প্রবাসী সংগঠনের চেয়ারম্যান শাহিন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিআইপি এমএম সেলিম,বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা, কচুয়া উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক ইউছুফ মিয়াজী, রামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান ভূঁইয়া,বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল বাকী,বাংলাদেশ টেলিকমিউনিকেশন এর অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মতিন পাটোয়ারী,সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাষ্টার প্রমুখ।

এসময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, নিন্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন, মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।

এ সময় বিতারা ইউনিয়নের প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন নাট্যগোষ্ঠীর শিল্পীরা মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ আগস্ট ২০২৫