Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে শোকের মাতম
শিক্ষার্থীদের

কচুয়ায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে শোকের মাতম

চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের কড়ইয়া বিশ^রোড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিআরসিটি বাস ও অটোসিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলেন,উপজেলার দোয়াটি গ্রামের উর্মি মজুমদার উমা (২৪) ,একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মান্নান মজুমদারের ছেলে সাকিবুল হাসান সাদ্দাম (২৪) ও কোয়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মাহবুবুল ইসলাম রিফাত সরকার (২৩)।

নিহত উর্মি মজুমদার উমা ও সাকিবুল হাসান সাদ্দাম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও রিফাত সরকার চাঁদপুর সরকারি কলেজের অর্নাস ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা উভয়ে পরীক্ষা দেয়ার জন্য কচুয়া থেকে সিএনজি যোগে হাজীগঞ্জে বাসে উঠার জন্য যাচ্ছিল। এসময় ঢাকাগামী বিআরটিসি বাস বেপরোয়া ভাবে ওই সিএনজিকে চাপা দেয়।

এ ঘটনায় এছাড়া বালিয়াতলী গ্রামের ইব্রাহিম নামের অপর যাত্রী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং সিএনজি চালক নিশ্চিন্তপুর গ্রামের মনির হোসেনকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।

শিক্ষার্থীদের

নিহত তিন শিক্ষার্থী উর্মি,রিফাত,সাদ্দাম

এসময় সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৫১২) গাড়িটি ভাঙচুর করে। এদিকে নিহত শিক্ষার্থীদের বাড়িতে শোকের মাতম বইছে। নিশ্চিন্তপুর গ্রামের নিহত সাদ্দাম হোসেনের ভাই ইসমাইল হোসেন বলেন, আমার ভাই এর তিন মাসের একটি অবুঝ মাসুম বাচ্চা রয়েছে। এ ঘটনায় তিনি ঘাতক বাস চালককে দায়ী করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের লাশ পরিাবরের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের দাফন ও সৎকার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মানিক হোসেন,সোহেল রানাসহ অনেকে জানান, বেপরোয়া ভাবে চলাচলের কারনে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। উল্লেখিত স্থানেসহ গুরুত্বপূর্ন এলাকায় স্প্রীডব্রেকার দিলে দূর্ঘটনা কমে আসবে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষীপুর থেকে ঢাকা গামী বিআরটিসি বাস কচুয়ার কড়ইয়া এলাকায় পৌছলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও হাসপাতালে নেয়ার পথে একজন শিক্ষার্থী ও সিএনজি চালক মারা যায়। বাস ও সিএনজি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্থ পরিবার অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহেমদ নান্নু, ২৫ নভেম্বর ২০২১