Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / প্রশাসনের অভিযান, ফিরলো শিক্ষার্থীদের মাঠ
মাঠ

প্রশাসনের অভিযান, ফিরলো শিক্ষার্থীদের মাঠ

চাঁদপুরের ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ বাজার উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহআলম শেখ এবং থানা পুলিশের সদস্যরা।

জানা গেছে, বিদ্যালয়টি ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই পাশের নয়াহাট বাজারের সুযোগে স্কুল মাঠে প্রতি সপ্তাহে শুক্রবার ও সোমবার অস্থায়ী হাট বসত। এতে দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছিল বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ। ব্যাহত হচ্ছিল পাঠদান, বন্ধ হয়ে পড়েছিল শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চা।

বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের আপত্তি বাড়তে থাকলে প্রশাসন হস্তক্ষেপ করে। অভিযোগ আমলে নিয়ে মাঠ উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন,
স্কুল মাঠ কোনোভাবেই হাটের জায়গা হতে পারে না। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সরকারি সম্পত্তি ও শিশুদের অধিকার রক্ষায় আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদের পর মাঠটি শিক্ষার্থীদের ব্যবহার ও খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৮ ডিসেম্বর ২০২৫