পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বক্তব্যে বলেন, অত্র এলাকার শিক্ষার মান উন্নয়নে এই বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রাখতে হবে। তাই যার যার অবস্থান থেকে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কারণ একটা সময় আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজালাল হোসাইন রাজু।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কিবরিয়া আলমগীর অরিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সমাজসেবক আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চাঁদপুর পৌরসভার শিক্ষা কমিটির আহ্বায়ক খালেদা রহমান, কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা পারভীন লাকী প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ-এর পরিচালনায় ক্ষুদে শিক্ষার্থীরা দু’টি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়। এছাড়া বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সিনিয়র স্টাফ রিপোর্টার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur