‘ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার’ এ শ্লোগানে এলআইসিটি প্রকল্প তথ্য প্রযুক্তি খাতে শিক্ষিত তরুণদের আগ্রহী করে তোলা ও সম্পৃক্ততা বাড়াতে দেশের অন্যান্য জেলার ন্যয় চাঁদপুরেও আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করেন ইন্টারসীপ স্পীড.কম বিডি।
ক্যাম্পে চাঁদপুর সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত হলে কিভাবে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার উন্নয়ন করতে পারবে এ বিষয়ে ধারণা প্রদান করেন সফট্ওয়্যার স্কীল প্রশিক্ষক মি. স¤্রাট ব্যানার্জি।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন। আইটিএস এক্সপার্ট মাহফুজুল ইসলাম শামিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁসকের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক উমেষ চন্দ্র লোদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অসিত বরণ দাস, বাংলা বিভাগের প্রভাষক শেখ আমেনা ও সেলিনা বেগম।
উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরকে পরবর্তীতে জেলা পর্যায়ে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইন্টারসীপ স্পীড.কম বিডি।
]প্রতিবেদন- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ৭ জুন ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur