চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ির হাজী মোঃ ছিদ্দুকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২৯তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে চারটায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি শান্তাজ আহমেদের সভাপতিত্বে এবং আজিজুল হক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি গভর্নেন্স ইনোভেশন ইউনিট ড. আব্দুল লতিফ সরকার, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, স্কুলে প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়াজী, ইঞ্জিনিয়ার জুলহাস মিয়া প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. শামসুল আলম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী করে গড়ে তুলতে হবে। কেননা শিক্ষার্থীদের শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই।
এ বিষয়ে তিনি আরও বলেন, ক্রীড়া উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থ বরাদ্দ দিয়ে স্টেডিয়াম নির্মাণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। আর এতে করে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে আসছে দক্ষ খেলোয়াড়।
নিজস্ব প্রতিবেদক, ৯ ফেব্রুয়ারি ২০২৩