সরকারি চাকরির নিশ্চয়তার দাবিতে চাঁদপুরে ইনস্টিটিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে তারা শহরের গাছতলা এলাকায় অবস্থিত ক্যাম্পাসে ক্লাস বর্জন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
পরে সমাবেশে দাবি দাওয়া আদায় নিয়ে শিক্ষার্থী নেতৃবৃন্দ বক্তব্য দেন জিয়াউল হক, মনির হোসেন মুন্না, ফাইজা আক্তার এশা প্রমুখ।
তারা বলেন, শিক্ষাজীবন শেষে অন্যসব খাতে চাকরির নিশ্চয়তা থাকলেও এখন পর্যন্ত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা কোনও ধরনের সরকারি সুবিধা পাচ্ছে না। বেসরকারি খাতের কোথাও পেলেও সেখানে চাকরির কোনও নিশ্চয়তা নেই। তাই সরকারিসহ সব খাতে চাকরির দাবিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, চাঁদপুর ছাড়াও দেশের আরও পাঁচটি এমন প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীরা একই দাবিতে কর্মসূচি পালন করছে।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১২ : ৪৫ পিএম, ২ নভেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur