মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় সপ্তাহের যে এসাইনমেন্ট প্রদান করা হয়েছিল। সেই কার্যক্রম স্থগিত করেছে অধিদপ্তর। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আগামি ১১ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে। এমনটাই জানিয়েছে একটি পত্রাদেশের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ।
পূর্বেই জানাগেছে; দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামীকাল সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেজন্যই মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে অধিদপ্তর।
মাউশি থেকে জারি করা সে আদেশে বলা হয়েছে যে,দেশে করোনাভাইরাস এর বিদ্যমান পরিস্থিতির কারণে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত করা হলো।
প্রসঙ্গত , করোনা ভাইরাস শুরু হওয়ার পর দেশে গত ২০ মার্চ থেকে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয় এবং এর মধ্যে ২ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। এছাড়া গত বছরের ১৭ মার্চ তারিখ থেকে দেশের প্রায় সকল বিদ্যালয় বন্ধ আছে।
বার্তা কক্ষ , ৭ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur