চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের মিশন রোডস্থ স্কুল ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার।
তিনি বলেন, ‘নিয়মিত খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও দেহমন ভালো থাকে। তাই পড়ালেখার পাশা পাশি প্রত্যেক শিক্ষার্থীকেই খেলা ধুলায় অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে দেহ মন এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে অবশ্বই খেলা ধুলার প্রয়োজন। এসব খেলাধুলা থেকেই আমাদের দেশে অনেক ভালো ভালো খেলোয়ার তৈরি হয়ে থাকে।’
তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে মোবাইলে অনেক ধরনের অ্যাপস থাকে, বিভিন্ন গেমস থাকে। তাই তোমরা ভালো পড়ালেখা করে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সেই সব এ্যাপস থেকে নিজেকে দূরে থাকতে হবে। একই সাথে অভিভাবকদেরকেও সতর্ক এবং সচেতন থাকতে হবে। যাতে করে তারা এইসব অ্যাপসের নেশায় জড়িয়ে না পড়েন। তবেই তারা পড়ালেখায় মনোযোগী হয়ে,সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।’
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্পিকার শিরীন শারমিন সংগ্রামী ও সাফল্যময় জীবনের প্রতি বিশেষ অনুপ্রেরণা আর ভালোবাসা প্রকাশস্বরূপ স্পিকারের অবয়ব নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী/এসএসপি পরীক্ষার্থী কাজী ইশরাত জামিলা আহনাফ।
আহনাফ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেজে সবাইকে তাক লাগিয়ে দেয়।
এসময় তার পরনের শাড়ি ও সাজগোজে স্পিকারের অবয়ব ফুটে উঠে। প্রতিযোগিতার পুরস্কার পর্বের প্রধান অতিথি চাঁদপুর পুলিশ সুপার, বিশেষ অতিথি, স্কুলের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দসহ উপস্থিত সবাই তার এ সাজ দেখে মুগ্ধ হন।
প্রতিযোগিতায় কাজী আহনাফ প্রথম স্থান অর্জন করে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম থেকে পুরস্কার গ্রহণ করেন।
প্রসঙ্গত, কাজী ইশরাত জামিলা আহনাফ চাঁদপুর টাইমসের প্রকাশক ও দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের কন্যা। সাফল্যময় জীবন গঠনে সে সবার নিকট দোয়া প্রার্থী।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নুর খান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোঃ জামশেদুর রজমান, ড্যাফোডিল গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রুবেল খান, ড্যাফোডিল পরিচালিত পলি টেকনিক কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সোহেল, মাওলানা আবুল কালাম আজাদ, রাজিয়া সুলতানা, ফারজানা কামাল, তানিয়া, শবনম, সৌমিত্র কান্তি দাস, শাহাদাত হোসেন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান যৌথ পরিচালনায় ছিলেন ড্যাফোডিল স্কুলের ইংরেজি শিক্ষক সৈকত অধিকারী, শিক্ষার্থী প্রত্ন পীযুষ বড়ুয়া ও কাজী ইসরাত জামিলা।
আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১ ফেব্রুয়ারি ২০২৩