চাঁদপুর

‘শিক্ষার্থীদেরকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করতে হবে’

চাঁদপুরের (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক মো. মাসুদ হোসেন বলেছেন, সারা বছর বই পড়তে হবে কিন্তু সারা বছর খেলাধুলা করতে হবে এমটা নয়। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করতে হবে এটাই নিয়ম।’

রোববার (২৮ জানুয়ারি) সকালে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদলয়ের প্রধান শিক্ষক উত্তম সাহার সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সুস্থ থাকতে হলে খেলাধুলার প্রয়োজন। তোমরা গর্বিত প্রতিষ্ঠানের অংশিদার। আগামী ২০২১ সালে বিদ্যালয়টির শতবর্ষ হতে যাচ্ছে, তাই তোমাদের শত বছরের অগ্রিম অভিনন্দন জানাই। পুরষ্কারর প্রাপ্তদের অভিনন্দন ও যারা পাবে না তাদের প্রতি রইল শুভেচ্ছা।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার জন্য কোটি কোটি টাকা ব্যায় করছে। ভবিষ্যত প্রজন্মকে শিক্ষায় শিক্ষিত করে শক্তিশালী জাতি গঠনে কাজ করছে সরকার। তোমাদের সাজসজ্জা মনোমুগ্ধর হয়েছে। এতে করে তোমাদের মনশীলতার পরিচয় ফুটে উঠেছে। আজকে তোমাদের জন্য একটি আনন্দের দিন। এ দিনটি শিক্ষা জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’

শিক্ষক রফিকুল ইসলাম, কামরুল হাসান গাজী ও মো. মাসুদুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হোসেল রুশদী।

উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুব ওয়ালী খান, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর খান, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, বিএম হান্নান, সবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ৮:০৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ

Share