Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া মনোহরপুর উবির ১০ শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি
শিক্ষার্থীকে

কচুয়া মনোহরপুর উবির ১০ শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী রাস্তার পাশে অটো রিক্সায় বসাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় অন্তত ১০শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হামলায় আহতরা হচ্ছে, এসএসসি পরীক্ষার্থী মামুন,রায়হান,মহিন,মাহবুব,হাছান,ফখরুল সহ আরো অনেকে।

আহত শিক্ষার্থী মামুন জানান, মঙ্গলবার দুপুরে তারা বিদ্যালয়ের সামনে রাস্তায় একটি অটো রিক্সায় বসে গল্প করছিল। এসময় রিক্সা চালক তাদের গাড়িতে বসাকে কেন্দ্র করে তাদের সাথে অশালীন আচরন করে।
এসময় তাদের উভয়ের সাথে কথাকাটি হয়।

এক পর্যায়ে মনোহরপুর গ্রামের অধিবাসী ও বিদ্যালয়ের সামনের দোকানদার শামীমের নেতৃত্বে সজল,হৃদয়সহ বেশকিছু যুবক ওই শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের জানান, বিষয়টি খুবই দু:খজনক। কী নিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় খবর পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে শিক্ষার্থীদের খোজখবর নেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

অন্যদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসী।

কচুয়া প্রতিনিধি, ৭ জুন ২০২২