চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাডেমিক কাউন্সিলের সভা জুম অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।
সভায় বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা এবং অনলাইন ক্লাশ সমূহ অব্যাহত রাখার সিদ্বান্ত নেয়া হয়। ৫ জন কর্মকর্তা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
১০ জুলাই শনিবার চাঁদপুর সরকারি মহিলা কলেজে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ।
সভায় যোগদানকৃত উপস্থিত সবাই এ জন্য শিক্ষামন্ত্রী ও মেঘনাপাড়ের গণ-মানুষের নেত্রী ডা.দীপু মনি এম.পি‘র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ প্রফেসর মো.মাসুদুর রহমান ও সহযোগী অধ্যাপকগণ ।
অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান আরও বলেন, ‘ মাননীয় শিক্ষামন্ত্রীর গতিশীল ও দক্ষ নেতৃত্বের ফলে শিক্ষা ক্যাডারের এত বড় পদোন্নতি । তিনি সকলকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান।’
পদোন্নতি প্রাপ্ত ৫ জন কর্মকর্তা হলেন সর্ব জনাব ড.মো.মাসুদ হোসেন-ভূগোল বিভাগ,জীবন কানাই সাহা-পদার্থবিদ্যা বিভাগ,বুলবুল আলম-দর্শন বিভাগ,মো.ইকবাল হোসেন খান-উদ্ভিদবিদ্যা বিভাগ ও এ.কে.এম রিয়াজউদ্দিন-গণিত বিভাগ।
সভায় উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান সহ-বিভাগীয় প্রধানগণ যোগদান করেন।
প্রেস রিলিজ , ১০ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur